মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকার সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার , এতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলী আসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, আরো বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান , বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র, চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিদুর রহমান , উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ । এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি হিসাব সহকারি, ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।