1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ে বসন্তের আগমনে ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল। - Barta24TV.com
বিকাল ৫:১৮, শুক্রবার, ২২শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বসন্তের আগমনে ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল।

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩
  • 239 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, বসন্তে আগমণে ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল,শীতের শেষের বসন্তের শুরুতেই প্রকৃতি যেন সেজেছে তার অপরুপ সৌন্দর্যে। চারদিকে দিকে ফুলে ফুলে যেমন ভরে যাচ্ছে ঠিক তেমনি আমের মুকুল ছড়াচ্ছে ঘ্রাণ। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নগুলোর বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ আমের মুকুল এর সমারোহ ঘটছে। মুকুলের ভাড়ে গাছের ডাল -পালা নুইয়ে পড়ছে।ছোট বড় গাছ গুলোতে বেশি বেশি মুকুল ছড়াচ্ছে। তবে আমের মুকুল যেভাবে আসতে শুরু করেছে তাতে মানুষ মনে করছে এবার আমের ফলন বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে সরজমিনে গিয়ে দেখা যায় বড়বিঘাই,ছোট বিঘাই,মহারাজা জগদল কাশিপুর বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলোতে ঘুরে দেখা হলো যে আমের মুকুলে ছেয়ে গেছে। হলুদ বর্ণের মুকুল সূর্যের সোনালী আলোর যেনো অপরুপ রঙ ছড়াচ্ছে।মুকুলের সমারোহ দেখে বাড়ি লোকজনের মধ্যে বইছে অনন্দ তবে অনেকই মুকুল রক্ষা করার জন্য কৃষি অফিসে গিয়ে কৃষি কর্মকর্তদের পরামর্শ নিচছেন। আবার কেউ কেউ গাছের যত্নে মনোযোগি হয়ে উঠেছে। তবে আমের মুকুল উঠছে তাই মৌমাছির গুঞ্জন। তাই মুকুলের মিষ্টি ও ঘ্রাণ যেন জাদুর মত কাছে নিয়ে আসে। বছর ঘুরে আবারও আমপ্রেমীদের মনে অনন্দ ময় হয়ে উঠেছে। বালিয়াডাঈী উপজেলায় বিভিন্ন স্থানে আমের বাগান রয়েছে। তবে ৮/৯ দিন আগ থেকেই বিভিন্ন বাগানে আমের মুকুল আশা শুরু হয়েছে। মুকুল আসার আগে থেকেই আম গাছের প্রাথমিক ভাবে পরিচর্যা শুরু করছে। এবং কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে বালাইনাশক স্প্রে করে আছে। আম চাষিরা আশাবাদী করেন আল্লাহ চাইলে এবছর আমের ফলন ভালোই পাব ইনশাআল্লাহ। উপজেলা কৃষি অফিসার জানান মুকুল এর পরিচর্যা যাথাযথ ভাবে না করলে মুকুল ঝরে পরে এতে আমের ফলনে ক্ষতিগ্রস্থ হতে পারে। আম গাছে মুকুল আসার ১৫ দিন আগ পর্যন্ত সেচ দিতে হবে।ফুল ফোটার সময় মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলে বিভিন্ন রোগে আক্রমন হতেপারে।এব্যাপারে কৃষকদের সর্তকতার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category