1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঝিনাইগাতীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত ’ - Barta24TV.com
বিকাল ৪:৫২, সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত ’

শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২
  • 281 Time View

এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি শেরপুর ৩ (ঝিনাইগাতী- শ্রীবরদী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইগাতী উজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডাকাবর এলাকায় একটি ধানের খলায় আয়োজিত এক কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনিএসব কথা বলেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারকে পতন করতে সব ভেদাভেদ ভুলে গিয়ে, বিভ্রান্তি ভুলে গিয়ে, নিজেদের মধ্যে কোনো রকম দ্বিধা সৃষ্টি না করে পাহাড়ের মতো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে। আওয়ামী লীগ সরকারকে পতন করার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।’ নলকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. রেজাউর রহমান মাষ্টার প্রমুখ। এ কর্মী সভায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category