এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে। নিহত সুভাষ ঘাগড়া উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান মেঘলা আকাশ আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সময় সুভাষ ঘাগড়া গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে মাঠে যান। এসময় বজ্রপাতে সে মারাক্তক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যেুবরণ করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়া ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিল। তার মৃত্যুতে আদিবাসী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।