অভিযোগ বার্তা ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মেইন ফটক থেকে একটি র্যালী বের করে র্যালীটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একি স্থানে এসে সকলেই সমবেত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।
সহকারী সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা মূলক চিত্র তুলে ধরে আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা সুলতানা, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার,ধানশাইল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম,
নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।