সানজিদ মাহমুদ সুজন,
জেলা প্রতিনিধী, শরীয়তপুর।
অল্প কিছুদিন আগেও পদ্মা নদীতে প্রচুর মাছ পাওয়া যেত,এখন আর তেমন পাওয়া যায় না।এর একটি বড় কারন চায়না চাই,এই চাইয়ে একদম ছোট মাছও রেহাই পায় না।জাজিরা উপজেলায় এই চাইয়ের আধিক্য অনেক বেশি।
আজ শরীয়তপুরের জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা মৎস্য অফিস, জাজিরা থানা পুলিশ,সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান,এআরডিও জালাল উদ্দীন এবং স্বেচ্ছাসেবক রাফিন,মিনারুলসহ বপশ কয়েকজন অভিযান পরিচালিত করেন।
এ সময় প্রায় ৬৫০০ মিটার চায়না চাই জব্দ করে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার, কামরুল হাসান সোহেন বলেন।
আমাদের যৌথ লক্ষ হচ্ছে খুব শীঘ্রই পদ্মা নদী থেকে সকল প্রকার অবৈধ চায়না চাই এবং কারেন্ট জাল মুক্ত করা।এই পদক্ষেপটি টেকসই করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আসুন,সবাই মিলে অস্তিত্বের সাক্ষী পদ্মা নদীর পুরনো গৌরব ফিরিয়ে দেই,দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখি।