ব্যুরো প্রধানঃ ইমরুল হাসান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আজ সকাল ০৯ সার্কিট হাউজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস শুভ, মহাব্যবস্থাপক (পরিবহন) শিউলি হরি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল সাড়ে ০৯ টায় প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ জয়বাংলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি মেয়র আজ দিনব্যাপী জাতীয় শোকদিবস উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রীয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ও তার বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন।