1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জলবায়ু ন্যায্যতার জনমঞ্চ শীর্ষক আলোচনা২০২২ অনুষ্ঠিত। - Barta24TV.com
সকাল ৬:৩৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ু ন্যায্যতার জনমঞ্চ শীর্ষক আলোচনা২০২২ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২
  • 290 Time View

 মানিকগঞ্জ প্রতিনিধিঃ আজ দিনব্যাপি “বারসিক” আয়োজিত “জলবায়ু ন্যায্যতার জনমঞ্চ ” শীর্ষক সম্মেলন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন হয়। জলবায়ু পরিবর্তনজনীত প্রভাব,খতিগ্রস্থদের খতিপুরন প্রদান,জীবাষ্মু জ্বালানীর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার।পরিবেশবান্ধব উন্নয়ন ইত্যাদি বিষয়ে বিশেষঙ্গের বক্তব্যসহ বারসিকের কর্মকান্ড উপস্থাপন করা হয়।অংশগ্রনকারীদের মতামত ও বক্তব্য উপস্থাপিত হয়।পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বারসিক জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত হওয়ায় উহা মাননীয় প্রধান অতিথির মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তুলেধরা হয়। অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ।বিশেয অতিথি ছিলেন অতিঃজেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হক।সভাপতিত্ব করেন জনাব করম আলী মাস্টার। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ড.আনিছুজ্জান খানের স্ত্রী জনাব সাকিবা খাতুন,এ্যড দীপক কুমার ঘোস সহ আরও উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু,সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সমাজকর্মী ইকবাল খান,বারসিক কর্মকর্তা জনাব সৈয়দ আলী বিশ্বাস। সমগ্র অনুস্ঠান উপস্থাপন করেন জনাব পাভেল পার্থ ও বিমল রায়। অনুস্ঠান শেষে রবিদাস সম্প্রদায়ের নারীরা তাদের মাতৃভাষায় গান এবং রাঈসা আহমেদ রাখী নৃত্য পরিবেশন করেন। প্রচন্ড বৃস্টি উপেক্ষা করে মানিকগঞ্জের বিভিন্ন থানা থেকে তিন শতাধিক নারী,শিশু,কৃষক,কিষাণী, তরুণ-তরুণী,সাংবাদিক ও পেশাজীবীগণ অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category