সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি শৈব বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্যানেলের কর্মী ও সমর্থকদের উপর ছাত্রলীগ নেতা দিপের নেতৃত্বে প্রকাশ্যে কমান্ড স্টাইলে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে রক্তাক্ত আহত হয়েছেন খলিষখালী ইউনিয়নের মোকছেদপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী বিশ্ব নাথ দাস (৪৫) ও টিকারামপুর গ্রামের এনামুল ইসলাম রানা (২৬)।তাদের অবস্থা আশংকাজনক। এলাকাবাসী রক্তাক্ত আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। শনিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে খলিষখালী বাজারসংলগ্ন শিশুতলায় এ হামলার ঘটনা ঘটে। তালা উপজেলা ছাত্রলীলের সাধারণ সম্পাদক ফারদিন এরফান দিপু,মলমপার্টির একাধিক মামলার আসামি সবুজ সরদার ও রাজু সরদারের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী প্রকাশ্যে কমান্ড স্টাইলে আওয়ামী লীগ কর্মী বিশ্ব নাথ দাস ও এনামুল ইসলাম রানার উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় খলিষখালীসহ আসে পাশের গ্রামে আতংক ছড়িয়ে পড়ে।আহত আওয়ামী লীগ কর্মী বিশ্ব নাথ দাস জানান, খলিষখালী বাজার থেকে বাইসাইকেল যোগে তিনি বিকেলে বাড়ি ফিরছিল।বিকেল সাড়ে ৫ টার দিকে খলিষখালী বাজারে সোনালী ব্যাংকের সামনে শিশু তলায় পৌঁছেলেই তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন এহসান দিপের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এসময় তার সাইকেলটি ছিনিয়ে নিয়ে পকেটে থাকা নগর টাকা পয়সা ছিনতাই করে নেয়। এর একটু পরে টিকারামপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী এনামুল ইসলাম রানা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একইস্থানে ছাত্রলীগ নেতা দিপের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার মোটরসাইকেল ভাংচুর করে নগর টাকা ছিনিয়ে নেয়। পরে খবরপেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে। এর আগে গত এক সপ্তাহ ধরে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন এহসান দিপের নেতৃত্বে বিএনপি ক্যাডার রাজু সরদার, বাবলা সরদারসহ বিএনপি, যুবদল ক্যাডারসহ চরমপন্থী ক্যাডারা খলিষখালী ইউনিয়নে কাদিকাটি,দুধলিয়া,খলিষখালী হিন্দু অধ্যুষিত গ্রামগুলিয়ে ক্রাসসৃষ্টি করে।