1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ছট পুজার প্রচলন নেই বাংলাদেশে - Barta24TV.com
সকাল ৯:১০, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছট পুজার প্রচলন নেই বাংলাদেশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২
  • 634 Time View

কলকাতা প্রতিনিধি,দেব আশীষ রয়ঃ

ছট পূজার ছবি । বাংলাদেশে এই উৎসবের তেমন প্রচলন নেই । কারণ এটি হিন্দু সনাতনী দের উৎসব হলেও, আসলে বিহারী হিন্দুদের উৎসব । বাংলাদেশে বিহারীরা একসময় অবশ্যই ছিল, তবে তারা মূলতঃ বিহারী মুসলিম । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা প্রায় সকলেই পাকিস্থানে চলে যায়।
গত ২৮শে অক্টোবর স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই উৎসব। পরের দিন ছিল খরনা, মানে শুদ্ধিকরণ। সেদিন গুড়ের ক্ষীর খেয়ে সন্ধ্যায় উপবাস বা রোজা ভাঙ্গা হয় । রবিবার সন্ধ্যায় ছিল অস্তগামী সুর্যকে অর্ঘ্য দান করা হয়েছিল । আর সোমবার ভোরে সূর্যোদয়ের সময়ে নিবেদন করা হয়, সেই সঙ্গে আখ, কলা, মরশুমের ফল এবং ঠেকুয়া নামের এক রকমের আটার পিঠা দেওয়া হয় । এতে কোন মন্ত্র নেই স্ত্রীলোকেরা এক কোমর জলে নেমে বিহারী ভাষায় দুর্বোধ্য কিছু গান গায় ও পুরুষরা প্রচণ্ড বাজী পটকার শব্দে নদীতীর অশান্ত করে তোলে ।
এই উৎসবে যারা অংশ গ্রহণ করে তাদের কাছ থেকে যা জানা যায়, তা হল এটি নাকি সূর্য দেবতার পূজা। তবে ছট মাইয়া হলো কি করে ? সেক্ষেত্রে তারা বলে ছঠি নাকি সূর্যের ভগিনী এবং মা ষষ্ঠী ও বটে । তাই তাদের দুজনেরই নাকি পূজো করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category