এস এম ফিরোজ আহাম্মদ
গতকাল রাত ১০ টা ২৫/৩০ মিনিটের দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের সুএপাত হয়।আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করছে।
শেষ খবর পাওয়া প্রর্যন্ত ফায়ার সার্ভিসের ৭ কর্মি সহ মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও ৪৫০ জনের মতে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আগুন লাগার সাথে সাথে আওয়ামী লীগ,ছাএলীগ সহ সাধারণ আমজনতা ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মানুষ জন আগুন লাগার পর থেকে উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েছে।
আগুন লাগার প্রাথমিক ধারনায় বলা হচ্ছে কেমিক্যাল থেকে আগুনের সুচনা। আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরণের বিকট আওয়াজ ৫ কিলোমিটার দুর থেকেও ভুমি কেঁপে উঠেছে। এ সময় বিকট শব্দে কনটেইনার এর বিস্ফোরণের আওয়াজ শুনা গেছে।
এছাড়াও কনটেইনার বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল বাহিনীর ৩০ জন ও বাংলাদেশ পুলিশের ১০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চট্টগ্রামের সকল হাসপাতালের আবাসিক ও জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে সকল কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উক্ত আগুন ও বিস্ফোরণের ঘটনার খোঁজ খবর রাখছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।