ষ্টাফ রিপোর্টার, টাঙ্গাইলঃ
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৫ টায় ঘাটাইল উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল। আরো বক্তব্য রাখেন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।