আল-আমিন গোয়াইনঘাট থেকেঃ বাংলাদেশ ছাত্রলীগ-গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি কে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য গোয়াইনঘাটঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাপ মিয়া। গতকাল শুক্রবার বিকাল ২ঃ৪০ মিনিটের সময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কতৃক তাদের নির্ধারিত প্যাডে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সভাপতি,সুফিয়ান এবং সাধারণ সম্পাদক,গোলাম রেজওয়ান রাজিব, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কে দিয়ে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ঘোষণা করেন। গোলাপ মিয়া বলেন, মুজিব আদর্শে অকুতোভয় সৈনিক বাংলাদেশ আওয়ামীলীগের মেরুদণ্ড হলো বাংলাদেশ ছাত্রলীগ । আজ তোমরা ছাত্রলীগের রাজনীতিতে যোগ্যতা এবং দক্ষতার মনোবলে স্থান করে নিয়েছো ভবিষ্যৎতে তোমরা আরও সফলতা অর্জন করবে তার জন্য নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানাই এবং শুভ কামনা রইলো সবার প্রতি।