আল-আমিন গোয়াইনঘাট থেকেঃ বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি ঘোষণা হয়েছে আজ শুক্রবার দুপুর ২ঃ৩০ মিনেটের সময়।স্বক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়ছে ছাত্রলীগের কমিটিতে। ২০১৭ সালের ৩১ জুলাই গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে শাহজাহান সিদ্দিক সাবুল ছিলেন সভাপতি ও আশফাক জামিল লায়েক ছিলেন সাধারণ সম্পাদক। ১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ উক্ত কমিটি তাদের নির্ধারিত সত্যায়িত প্যাডে বিলুপ্ত ঘোষণা করেন৷ এবং পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের সিভি দেওয়ার আহব্বান করেন। দীর্ঘ যাচাই বাঁচাইয়ের পর তৃণমূলের পছন্দের মনোকোটায় ঠাঁই করে নিলেন সুফিয়ান, রাজিব। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক কর্মীবান্ধব ছাত্রনেতা সুফিয়ান আহমদ আহমদ কে সভাপতি এবং গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব কে সাধারণ সম্পাদক করে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দনের ঝড়। সুফিয়ান, রাজিবের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি আসায়,উপজেলার তৃণমূল ছাত্রলীগের মনে আনন্দের জোয়ার দেখা যাচ্ছে। তারা দীর্ঘদিন পর শান্তির নীড়ে তাদের পরিশ্রমের সফলতা পেয়েছেন বলে কেউ কেউ জানিয়েছেন।