1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর ডিষ্ট্রিক কাউন্সিল/২০২২ অনুষ্ঠিত- Barta24TV.com
দুপুর ১:৪৩, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর ডিষ্ট্রিক কাউন্সিল/২০২২ অনুষ্ঠিত-

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১, ২০২২
  • 238 Time View

ডা. আজাদ খান,

জামালপুর জেলা প্রতিনিধি,
তাং ৩১ জুলাই ২০২২

দূষনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নদীমাতৃক বাংলাদেশের নদ-নদীর দখল, দূষণ রক্ষায় এগিয়ে যাবে ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা।

অদ্য রবিবার (৩১জুলাই) সকাল ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত বংশি নদীর পাড়ে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলী (পশ্চিমপাড়া) অর্থনৈতিক অঞ্চলে ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর ডিষ্ট্রিক কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন রিভার বাংলাদেশের নির্বাহী প্রধান সোহাগ মহাজন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ১৪নং দিগপাইত ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান এম.এ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর ডিষ্ট্রিক ক্যাপ্টেন মোঃ খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন রিভার বাংলাদেশ ঢাকা বিভাগীয় ক্যাপ্টেন মিলি রহমান, ময়নসিংহ বিভাগীয় ক্যাপ্টেন জুলেখা আকন্দ ঝুমা
এবং বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লিন রিভার বাংলাদেশ নেত্রকোনা ডিষ্ট্রিক ক্যাপ্টেন উজ্জ্বল মিয়া ও শেরপুর ডিষ্ট্রিক ক্যাপ্টেন সাদি মোহাম্মদ এবং
ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর ডিস্ট্রিক্ট কো-ক্যাপ্টেন (১), ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, কো- ক্যাপ্টেন, মাসুদ রানা, মমিন তালুকদার, তামান্না আহমেদ, আব্দুল্লাহ আল মারুফ, কাজল, সাইদুর রহমান সাঈদ, ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর ডিস্ট্রিক্ট মেম্বার বিলাত আলী, কামরুল হাসান, আজিজুর রহমান, রোজিনা।

অনুষ্ঠানে শপথ গ্রহনের মাধ্যমে জামালপুর জেলায় কাউন্সিল ২০২২ এর কার্যক্রম শুরু হয়।

এর আগে সকাল ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত সময়ে উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে
উপস্থিত ছিলেন, ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী সার্জন ডাঃ সানজিদা হুসাইন প্রাপ্তি এবং বাংলাদেশ প্রেসক্লাব মেলান্দহ উপজেলা শাখার আহ্বায়ক ও
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ জয়নাল আবেদীন আকন্দ।

সেবাদানকারী হিসেবে আরো উপস্হিত ছিলেন- উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোঃ রেজাউল করিম হীরা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোঃ আরিফুজ্জামান, মোঃ আজহারুল ইসলাম, মোঃ বিপ্লব হোসেন, রাজু আহমেদ ও মেডিএইড জেনারেল হাসপাতাল লিমিটেড জামালপুরের ম্যানেজার মোঃ খোরশেদ আলম বকুল।

উপস্হিত ছিলেন –
১৪ নং দিগপাইত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাদশা,
ইউপি সদস্য আমিনুল ইসলাম উজ্জ্বল, আলতাফ হোসেন, রাহাত আলী, সেলিম, মহিলা মেম্বার মরিয়ম প্রমূখ।

পরে প্রধান অতিথি সকলকে ক্লিন রিভার বাংলাদেশ এর পক্ষ থেকে নদীদূষণ রোধে কাজ করার উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category