মোঃ খোরশেদ আলম
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ বিভাগ।
সাফ নারী ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় ১০.১০.২০২২ ইং তারিখ রোজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর বঙ্গবন্ধুকন্যা মাননীয় ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় বলেন নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে দাপটের সঙ্গে খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে ধসিয়ে দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন বাংলাদেশের নারীরা। তাঁরা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টে ছিলেন অপরাজিতও। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ। মাঠে শক্তি দেখিয়ে আমাদের মেয়েরা প্রমাণ করেছে অন্য দেশের মেয়েদের থেকে তাঁরা পিছিয়ে নেই। একের পর এক প্রতিপক্ষকে বিশাল ব্যবধান হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মাঠ ছেড়েছে তাঁরা। আমাদের মেয়েরা বিজয়ী হয়েছে। সেই সঙ্গে বিজয়ী হয়েছে দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি।