যশোর জেলা প্রতিনিধিঃ প্রিন্স রিপন
কেশবপুরে সন্ত্রাসী হামলায় আইডিয়াল কলেজের দুই প্রভাষকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রভাষক শাহজাহানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার রাত ৯ টার দিকে ২০/২৫ জনের একদল কিশোর গ্যাংয়ের সদস্যরা ১০/১২ টি মটর সাইকেল যোগে এসে হাতে লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কেশবপুর শহরে মহড়া দেয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে কেশবপুর আইডিয়াল কলেজের প্রভাষক শাহজাহান ও রফিকুল ইসলামের উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তাদের পা ভেঙ্গে দেয়।
এরপর ওই সন্ত্রাসীরা পৌরসভার সামনে উপজেলার বায়সা গ্রামের ব্যবসায়ী আবুল কালাম (৩৫) ও বুলবুলকে (৫০) একইভাবে মারপিট করে। আহতদের প্রথমে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শাহজাহানের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় কেশবপুর শহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এরপরপরই প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।