হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুষ্টিয়া জেলা সমিতি ইউ .এস.এ -এর নিউইয়র্কের বন্কসের গোল্ডেন প্লেচে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের নেতৃত্বে পুষ্প অর্পণ সময় উপস্থিত ছিলেন ট্রাষ্টীবোর্ডের সদস্য হাফিজুর। রহমান , মাসুদুল ইসলাম লিপু , হালিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ,আলম হোসেন , সহ অর্থ সম্পাদক সাইফুর রহমান মাসুম প্রমুখ৷ । ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।