আজ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গত ১৯ মে ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান সঙ্গীয় অফিসারসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউপির অন্তর্গত হিংগাজিয়া বাজারস্থ ‘মা হেয়ার ড্রেসার’ সেলুনের সামনে পাকা রাস্তা হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ মুজিবুর রহমান(৩৮), পিতা-হাজী মোঃ জহির আলী, সাং-দক্ষিণ হিংগাজিয়া, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করিয়া আসামীর হেফাজত হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অপর আরেকটি অভিযানে এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসারসহ গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া ০১নং বরমচাল ইউপির অন্তর্গত উসমানপুর সাকিন হইতে গাঁজা ব্যবসায়ী মোঃ বাদল মিয়া (৩০), পিতা-মৃত বশির মিয়া, সাং-আলীনগর, ০১নং বরমচাল ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে আসামীর হেফাজত হইতে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক ভাবে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।