সাহ্জাদা রনি,স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারে ফার্মেসী ব্যবসায়ী নাহার মেডিকেল হল কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সাড়ে তিন টার দিকে ‘বাংলাদেশ প্রতিবেদন’ এ ” কাপাসিয়ায় ডিএমএফ নাহারের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু ” শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর আজ বৃহস্পতিবার বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হোসাইন বলেন, নাহার মেডিকেল হলের জেসমিন নাহার কে নামের আগে ডাক্তার ও নামের শেষে ‘মা ও শিশু , গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ লেখার দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেসব জায়গায় এমন ডিগ্রী ব্যবহার করা হবে বা করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।