সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিনের বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তি গ্রাম গুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, সেই সাথে দেখা দিয়েছে ভাঙ্গনের আতঙ্ক। বৃষ্টি ও উজানের পানিতে নদীর পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের ফসলের ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে নদী ভাঙ্গন। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। জানাগেছে ভারতের উজানের ঢল ও বৃষ্টির পানি দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধিপেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়ে চরাঞ্চলের গ্রাম গুলোতে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয়রা জানান, উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ গত মঙ্গলবার রাত থেকে বৃদ্ধি পেয়ে ঢুসমারা চরসহ বেশ কিছু গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন আতংকে আছে উপজেলার ঢুসমারা, চর গদাই, পাঞ্জরভাঙ্গা, চর গনাই, তালুকশাহবাজ, হরিচনশর্মা, হয়বতখাঁ, আজমখাঁ, বিশ্বনাথসহ তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ। হঠাৎ তিস্তা নদীতে পানি বৃদ্ধিতে তিস্তাপাড়ের মানুষ বড় বন্যার আশঙ্কা করছে। কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন জানান তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেলেও ফসলের তেমন কোন ক্ষতি হয়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা খোঁজ খবর রাখছি এবং বন্যার জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। নির্বাহী অফিসার তাহমিনা বেগম জানান, বন্যার খোঁজ খবর রাখছি। তেমন কোন সমস্যা দেখাদিলে ব্যবস্থা গ্রহন করা হবে। ছবি সংযুক্ত কাউনিয়ায় চায়না দুয়ারী (রিং জাল) জব্দ কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলস্টেশন সংলগ্ন জোড়া পুকুর (রেলওয়ে ফুট) বিলে ৩০০ ফিট রিং জাল (চায়না দুয়ারি) জাল জব্দ করে। রিং জালের আনুমানিক বাজার মুল্য ২১ হাজার টাকা। মঙ্গলবার সকাল ১০ টা হইতে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন সংলগ্ন জোড়াপুকুর রেলওয়ে ফুট) ডোবা থেকে উক্ত অবৈধ জাল গুলো জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন মোতাবেক জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা মৎস্য অফিসার (অ,দা) মাহাবুব উল আলম, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম,সাবেক মেম্বার মন্তাজ আলী প্রমূখ। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান আমাদের এ অভিযান চলমান থাকবে। ছবি সংযুক্ত কাউনিয়ায় ভোটার তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রকারী ও সুপারভাইজারদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ সুমিয়ারা পারভীন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম,পীরগাছা উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকী প্রমূখ। ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কাউনিয়া উপজেলায় ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।