ডা. আজাদ খান,জামালপুর জেলা প্রতিনিধিঃ
তাং ১৯ অক্টোবর ২০২২ খ্রী.বহুল প্রচলিত ও জনপ্রিয় অনলাইন পোর্টাল অভিযোগ বার্তার সম্পাদক ফিরোজ আহমেদ কনজিউমার রাইটস সিআরবি ‘র ঢাকা বিভাগীয় এ্যাম্বাসেডার নির্বাচিত হওয়ায় কনজিউমার রাইটস সিআরবি জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
এসএম ফিরোজ আহমেদ একাধারে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সাথে একজন সফল ব্যাবসায়ীও।
তিনি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানিকগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
বর্তমানে তিনি অভিযোগ বার্তার সম্পাদক ও দেশের শীর্ষস্হানীয় অনলাইন নিউজ চ্যানেল বার্তা২৪ টিভির চেয়ারম্যান হিসাবে দায়ীত্ব পালন করছেন।
তিনি ৯৭ সালে টাংগাইল বাজিতপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ থেকে
(ইয়ার্ন ফ্রেব্রিক ম্যানুফেকচারিং) এ ডিপ্লোমা পাশ করেন।
ব্যাক্তিগত জীবনে এক সন্তানের জনক।
এসএম ফিরোজ আহমেদ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার বাবা আলহাজ্ব আমির উদ্দিন সরকার। তিনি পরিবারের মেজো সন্তান। তাহার বড় ভাই এসএম মোস্তাফিজুর রহমান মজনু সরকারি চাকুরীজীবি।
ওনার বাবা একজন সরকারি চাকুরীজিবী ছিলেন বর্তমানে অবসর জীবনযাপন করছেন।
ফিরোজ আহমেদ কনজিউমার রাইটস্ সিআরবি ‘র ঢাকা বিভাগীয় এ্যাম্বাসেডার নির্বাচিত হওয়ায়, কনজিউমার রাইটস্ সিআরবি জামালপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান বলেন- আমার বিশ্বাস উনার সুদক্ষ নেতৃত্বে দেশের ভোক্তাদের ন্যায্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে জনসচেতনতা আর জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অচীরেই “ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস্ সিআরবি”
সাফল্যের মুখ দেখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
যোগ্য লোকের, যথাস্থান!
আমরা জামালপুর জেলা কমিটির পক্ষ থেকে তাহার সর্বাঙ্গীণ মঙ্গলকামনা করি।