সাতক্ষীরা জেলা প্রতিনিধি
১৬ই সেপ্টেম্বর শুক্রবার বিকালে চার টায় ঐতিহ্যবাহী ইসলামকাটি ফুটবল মাঠে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে তার এক দিকে ছিলো সাতক্ষীরা জেলা নারী ফুটবল একাডেমি এবং অন্য দিকে ছিলো কুষ্টিয়া জেলা প্রমিলা নারী ফুটবল একাডেমি।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি : ঘোষ সনৎ কুমার, চেয়ারম্যান,উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, তালা উপজেলা শাখা।
বিশেষ অতিথি : প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, তালা, সাতক্ষীরা।
বিশেষ অতিথি : সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তালা, সাতক্ষীরা।
বিশেষ অতিথি : মুর্শিদা পারভীন পাপড়ী, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তালা, সাতক্ষীরা।
বিশেষ অতিথি : মীর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, তালা, সাতক্ষীরা।
বিশেষ অতিথি : আবু জিহাদ ফখরুল আলম খান, অফিসার ইনচার্জ, তালা থানা, সাতক্ষীরা।
বিশেষ অতিথি : সুভাষ চন্দ্র সেন, সভাপতি, আওয়ামীলীগ ইসলামকাটি ইউনিয়ন শাখা।
সভাপতি : সরদার খায়রুল আলম, সভাপতি, ইসলামকাটি যুব সংঘ তালা,সাতক্ষীরা।
অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল ফইনাল খেলা ৯০ মিনিটের জন্য অনুষ্ঠিত হয়,কুষ্টিয়া জেলা প্রমিলা নারী ফুটবল একাডেমি পর পর ৪ টি গোল দেয় এবং সাতক্ষীরা জেলা নারী ফুটবল একাডেমি (০)কোনো গোল দিতে পারেনাই সাতক্ষীরা জেলা নারী ফুটবল একাডেমি মরিয়া হয়ে চেষ্টা করলেও তারা কোন গোল দিতে পারে নাই। ফাইনাল খেলা শেষে সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড়, রানারআপ ও চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন, ঘোষ সনৎ কুমার, চেয়ারম্যান,উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, তালা উপজেলা শাখা এবং বিশেষ অতিথি : সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তালা, সাতক্ষীরা।
খেলাটি সর্বাধুনিক তালা উপজেলা প্রশাসন নিরাপত্তা দিয়েছেন।