কলকাতা ব্যুরো প্রধানঃ
দেব আশীষ রায়
ইন্ডিয়াতে ক্রমশই বাড়ছে মাঙ্কিপক্সের প্রকোপ ! কেরলের তিরুঅনন্তপুরমে ( ত্রিবান্দ্রাম ) আক্রান্ত আরও এক বিদেশফেরত যুবক মাঙ্কিপক্সে সংক্রমিত বলে খবর পাওয়া গিয়েছে । তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরেন।
এ নিয়ে সেই দেশে এখনও পর্যন্ত মাঙ্কি ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল সাত ।
মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কেরলে যদিও হু-র মতে এতে মৃত্যু হার মাত্রই ৩% । কেরলেরই ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। কেরল ছাড়াও দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রাজস্থান, হায়দরাবাদে মাঙ্কিপক্স উপসর্গ দেখা গিয়েছে কয়েক জনের শরীরে।