মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাবা ভ্যানচালক, মা চা বিক্রি করেন এখন তাদের মেয়ে যাচ্ছেন পর্তুগাল;
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা একাডেমির সদস্য কাকলি আক্তার নিজ দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তিন মাস ফুটবল প্রশিক্ষণের জন্য পর্তুগাল যাচ্ছেন কাকলি আক্তার
তবে এক্ষেত্রে রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পৃষ্টপোষক “Tazul Islam” স্যারের অবদান অনিস্বীকার্য
এ নিয়ে এলাকাজুরে সকলেই অনেক খুশি এবং উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে.
গ্রুপের পক্ষ হতে তার জন্য রইল অনেক দোয়া ভালোবাসাএবং শুভকামনা.