বিশেষ প্রতিনিধিঃ আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর নিজস্ব খেলার মাঠে আন্ত প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিল পৌলি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর মেধাবী ছাএ মোঃ রেজাউল করিম অংশ গ্রহন করে এবং এথলেটিক্স বিভাগে সারা বাংলাদেশ এর প্রাথমিক বিদ্যালয়েরর ছাএদের ভিতরে জাতীয় পর্যায়ে১০০ মিটার দৌড়ে প্রথম স্হান অধিকার করেছে। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিল পৌলি প্রাথমিক বিদ্যালয়ের ছাএ তার বাবার নাম বদর উদ্দিন ও মাতার নাম হাসিয়া বেগম সে বিলপৌলী গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে বিলপৌলী স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ ও অভিযোগ বার্তা২৪ এর নির্বাহী সম্পাদক লায়ন এ্যাডঃ জহিরুল ইসলাম বলেন, রেজাউল করিম শুধু আমাদের স্কুলের গর্ব নয় সারা মানিকগঞ্জ তথা বাংলাদেশের গর্ব সে আমাদের স্কুলের সম্মান জাতীয় পর্যায়ে নিয়ে গেছে নিশ্চয়ই রেজাউল করিম একদিন দেশের শীর্ষস্হানীয় এথলেট হবে আর তার জন্য যে কোন সাহায্য সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি।