কক্সবাজার রিপোর্ট কক্সবাজার জেলার প্রস্তাবিত নতুন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ সোমবার। তবে কাউন্সিলর তালিকা নিয়ে সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে সম্মেলন করার বিষয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। সোমবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার সদর উপজেলার প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের নির্ধারিত দিন আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের ১৫ দিন আগে কাউন্সিলর তালিকা তৈরি হয়ে জেলা আওয়ামী লীগ বরাবরে প্রেরণ করে অনুমোদন সাপেক্ষে প্রকাশ করার নিয়ম রয়েছে। কিন্তু অদ্যবধি কাউন্সিলর তালিকা প্রকাশ করা হয়নি। এদিকে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তার সফর সূচির অংশ হিসেবে প্রেরিত পত্রে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কাউন্সিলর তালিকা চূড়ান্ত বা প্রকাশ না হওয়ার কারণে সম্মেলন কোন সময় হবে তা অনিশ্চিয়তার মধ্যে রয়েছেন নেতাকর্মীরা। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানিয়েছেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগকে জানানো হয়েছে কাউন্সিলর তালিকা প্রেরনের জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোন ধরণের কাউন্সিলর তালিকা তারা পাননি। ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেব বলেন, সম্মেলনের জন্য ২৪৫ জনের তালিকা করা হয়। যা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে কাউন্সির তালিকার কপি রোববার জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহোদয় বরাবের পাঠিয়ে দিয়েছি। আর ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সম্মেলন বাস্তবায়ন জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট তাপস রক্ষিত বলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য একটি কাউন্সিলর তালিকা রোববার রাত ১১ টা ৪৫ মিনিটের পায়। অনেক রাত হওয়ায় তালিকাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবের পৌছাতে পারেনি। তবে সোমবার সকালে তালিকাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবের পৌছে দেয়া হবে।